নিউজ ডেস্ক | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 688 বার
নবীনগরের বিদ্যাকুটে ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার
নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর এলাকার একটি ডুবায় গতকাল সোমবার (২২ জানুয়ারি) দুপুরে গ্রামবাসী একটি নবজাতক শিশুর লাশ পানিতে ভাসতে দেখেন।
এলাকাবাসী ধারনা করছেন, হয়তো কারো অবৈধ সর্ম্পকের পাপের ফসল এই নবজাতক। নিজেদের পাপকে ঢাকতে গিয়ে এই নবজাতক শিশুকে হত্যা করে ওই ডুবাতে ফেলে রাখা হয়েছে।
স্থানীয় জানায় লাশের গলায় রশি দিয়ে বাধা ছিল।
ওই লাশ দেখতে এলাকাবাসী ওই স্থানে ভীড় জমিয়েছেন। অনেকেই বলছেন, কে সেই নবজাতকের খুনি ও জন্মদাতা?। ওদের খোজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সূত্রঃ নবীনগর ২৪ ডটকম