নিউজ ডেস্ক | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 956 বার
নবীনগরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার ১৬নং শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আমির হোসেন বাবুলকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের
এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
গতকাল মঙ্গলবার (৩০/০১)ওই মন্ত্রালয়ের স্থানীয় সরকার বিভাগরে উপসচিব মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সুত্র জানায়,ওই চেযারম্যানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা মো,শাহজান সিরাজ ও স্থানীয় দুলাল দেব বাদী হয়ে পৃথক দুটি মামলা করে নবীনগর থানায় মামলানং ৫২/২০১৭ এবং ৬১/২০১৭ উক্ত মামলায় চার্জ গঠন করে গত ১৫/০৬/২০১৭ ইং তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়।তাই চেয়ারম্যান কর্তৃক অপরাধমূলক কার্যকম পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থি বিধায় প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ )আইন ২০০৯ এর ৩৪ উপধারা (১)অনুযায়ী মোঃ আমির হোসেন বাবুলকে চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করে।