নিউজ ডেস্ক | শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 1190 বার
নবীনগরে প্রভুপাদের আগমন
সনাতন ধর্মালম্বীদের মতানুসারে ঈশ্বর অবতার রূপে পৃথিবী তে আসেন।একেক যুগে এক এক অবতার।সনাতন মতে এখন পৃথিবীতে চলছে কলিযুগ।আর কলিযুগে মানুষ কে উদ্ধার করতে প্রায় ৫০০ বছর আগে পৃথিবীতে অবর্তীন হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু। বৈষ্ণব ধর্মের প্রচারে জাত কুল নির্বিশেষে সকলকে ভাসিয়েছেন প্রেম বন্যায়।
সেই প্রেমের ধারাবাহিকতায় সেই প্রেম প্রচারে ভারতের পূন্যভূমি নবদ্বীপ ধাম হতে নবীনগরে আসছেন সেই প্রেমঅবতার প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৈষ্ণব দার্শনিক,ভাগবতরত্ন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ।
প্রভুপাদের আগমন কে কেন্দ্র করে নবীনগরে সনাতন ধর্মাবলম্বী দের মধ্যে বয়ে চলেছে আনন্দের জোয়ার।বিভিন্ন ব্যানারে,পোষ্টারে সজ্জিত নবীনগর সদর। আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান মালা। আগামী (০৮/০১)সোমবার নবীনগরে পদার্পন করবেন প্রভুপাদ।
৮,৯,১০ জানুয়ারি শ্রীশ্রী রাধামদনমোহন জীউর নবীনগর(মধ্যপাড়া) হরিসভা এবং ১৭ জানুয়ারী শ্রীশ্রীকৃষ্ণ মন্দির(গিরিধারী আখড়া)ভোলাচং এ প্রত্যাহ সন্ধ্যায় পরিবেশন করবেন ভাগবতীয় কথা।