মোঃ সোহেল আহমেদ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 523 বার
নবীনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আজ (৩০/০১) মঙ্গলবার সকাল ০৯ ঘটিকা হইতে ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য মিলনমেলায় আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা খেলায় ৮০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, তীর নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দড়ি লাফ লক্ষ্য করা যায়। এলাকার গন্যমান্য সুধীজন, শিক্ষার্থী ও অভিবাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাজো, নৃত্য, অভিনয়, গান ও কবিতা আবৃত্তি । বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ১৪নং জিনদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন জিনদপুর ইউনিয়ন ০৪নং ওয়ার্ডের সদস্য আমির হোসেন, ০৮নং ওয়ার্ডের সদস্য কাদির চৌধুরী, গোলাম রব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ জুলহাস, মোঃ বায়েজিদ, মঈনুল হোসেন, আব্দুল মোমেন, মাওলানা শেখ ফরিদ, আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুল খালেক প্রমুখ।