মোঃ সেলিম রেজাঃ- | মঙ্গলবার, ০৩ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 361 বার
নবীনগরে রছুল্লাবাদ ইউনিয়নে ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন ও রিক্সা বিতরণ
“ভিক্ষাবৃত্তি নয় আত্ন সম্মান নিয়ে বাচুন”এশ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নে ভিক্ষুকদের পূনর্বার্সনের লক্ষে অসহায় ভিক্ষুকদের মাঝে সোমবার(০২/০৪)বিকালে রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুকদের মাঝে ২টি সেলাই মেশিন ও ৩টি রিক্সা বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম
রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)জেপি দেওয়ান,
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো.জোবায়ের হোসেন,পল্লী সঞ্চয় ব্যাংক নবীনগর শাখা ব্যবস্থাপক মো.রিপন হোসেন সরকার,রছুল্লাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন,ইউপি,সচিব মো.উসমান গণি প্রমুখ,এছাড়াও অত্র ইউপির সকল সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য সহ স্থানীয় সামাজিক,রাজনৈতিক,গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।