মোঃ ইব্রাহীম খলিল | শনিবার, ২৪ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 76 বার
বিশ্ব যক্ষা দিবসে র্যালি ও অালোচনাসভা
নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে – এ শ্লোগানে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক এর যৌথ অায়োজনে বিশ্ব যক্ষা দিবস- ২৪ মার্চ-২০১৮ পালনে র্যালি ও অালোচনাসভা অনুষ্ঠিত হয়।
অাজ শনিবার সকাল ১০টায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা গেইট পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি করা হয়। অতপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক অালোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ অাবদুল মালেকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- ইকিউএ সালমা অাক্তার, ডাঃ তৌহিদুর রহমান হামিম, ডাঃ মোঃ সায়েমুল হদা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহাবুব অালম লিটন, হেলথ ইনচার্জ, নার্স, অন্যান্য কর্মচারীসহ ব্রাক ফিল্ড স্টাফবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- ডাঃ মোঃ হাবিবুর রহমান।