মোঃ- জাকারিয়া ইব্রাহীমপুর থেকে | বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 169 বার
নবীনগরে ভিক্ষুক ও হতদরিদ্র পূনর্বাসনে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯/০৩ )বিকালে ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের ৩জন ভিক্ষুক, হতদরিদ্রদের পুনর্বাসনের নিমিত্তে গরু বিতরণ করা হয়। ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা’র সভাপতিত্বে ইউপি সদস্য খন্দকার আলামিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক নবীনগর শাখা’র ম্যানেজার মোঃ রিপন,ইউ/পি সদস্য আবুল কালাম, আবু তরফ, জাহাঙ্গীর ব্যাপারী, মোঃ নান্নু মিয়া, আব্দুস সালাম, জসিম উদ্দিন সরকার, আব্দুল হেকিম, ইব্রাহিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ মাসুম বলেন, দারিদ্র বিমোচনের পাশাপাশি সামাজিক অবক্ষয় যেমন, ধুমপান, সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্যবিবাহ, মাদক, সাইবার অপরাধ, ইভটিজিং, জুয়া, পাবলিক পরীক্ষায় নকল করা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসকল বন্ধে জনপ্রতিনিধি সহ সকল পেশার মানুষকে আরো দায়িত্বশীল ও কর্তব্যপরায়ন হওয়ার আহ্বান জানান।