নিউজ ডেস্ক | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 383 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ষ্টেশনে র্যাবের অভিযানে বিভিন্ন ট্রেনের
১১১ টি টিকেটসহ ৪ টিকিট কালোবাজারিকে আটক করেছে র্যাব ১৪,সিপিসি-৩ ভৈরব
ক্যাম্প।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে ষ্টেশন
এলাকায় অভিযান চালিয়ে ১১১টি বিভিন্ন ট্রেনের টিকেট ও ৮৫০০ টিকেট বিক্রির
টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দুবলা গ্রামের মৃত মহরম আলীর ছেলে
মোঃমিলন মিয়া,কুমিল্লা জেলার কোতুয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত সাধু
মিয়ার ছেলে মোঃ মজিবুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শ্যামনগর গ্রামের
আবুল খায়ের খলিফার ছেলে মোঃস্বপন খলিফা ও আখাউড়া থানার রুপনগর গ্রামের
বায়েক মিয়ার ছেলে মোঃপারভেজ মিয়া।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের প্রেস রিলিজ থেকে জানা যায়,
র্যাব-১৪,সিপিসি-৩ ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে
যে,আখাউড়া রেল স্টেশন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘ দিন যাবত ট্রেনের
টিকেট কালোবাজারী করে বিক্রয় করে আসছে।এ তথ্যর সত্যতা যাচাইয়ের জন্য
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা
নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
পরে ভৈরব ক্যাম্পের কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে ভৈরব র্যাব
ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার(১৯ নভেম্বর)রাতে অভিযান পরিচালনা
করে তাদেরকে আটক করে।তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন ট্রেনের ১১১ টি
ট্রেনের টিকেট ও ৮৫০০ টিকেট বিক্রির টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ২৩ হাজার পাঁচশত টাকা।আসামীদের বিরুদ্ধে
আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।