সারা কবির,ব্রাহ্মণবাড়িয়া | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 300 বার
ফাইল ছবি
একটা সন্তান জন্মদান এর কষ্ট যে কতটুকু তা একটা মা ছাড়া কেউ বুঝতে পারবেনা আর সে জন্যই মা জাতিকে উচ্চ মর্যাদা দেয়া হয়েছে।
একটা মেয়ে বিয়ের আগে মা-বাবা,ভাই-বোন এর জন্য বাঁচে, আর বিয়ের পর স্বামী সন্তান, জন্ম দেয়ার পর সন্তান এর জন্য মা তার শখ,আহ্লাদ, ইচ্ছে,,বিলাসিতা সব ছেলেমেয়ের জন্য ত্যাগ করে দেয়।
একটা মায়ের ত্যাগের বিনিময় একটা সন্তান কখনো দিতে পারবে না আর মা-বাবা বিনিময় চায়ও না।
বাবা তার সারাজীবনে’র সঞ্চয় দিয়ে তার ছেলেমেয়েকে মানুষ করে,পায়ের জুতা ছিঁড়ে গেলে সেটা সেলাই করে পরে,চিন্তা করে এই টাকাটা তার সন্তান এর জন্য জমা করবে।
প্রতি ঈদে টিভিতে আমরা বৃদ্ধাশ্রম নিয়ে বিভিন্ন সংবাদ দেখি।
সেই সংবাদ গুলোতে যে মা-বাবাকে দেখায় তাদেরকে আমরা কখনো সরাসরি দেখিনি,
চিনিনা তারপরও তাদের মলিন মুখ, চোখের পানি,প্রতি শব্দে বের হওয়া হাহাকার দেখলে, শুনলে চোখের পানি আটকে রাখা যায় না আর এরা যাদের বাবা-মা তাদের তারা কীভাবে পারে তাদের এভাবে ফেলে যেতে ।
বৃদ্ধ বয়সে তারা তো কেবল একটা আশ্রয় চায় আর তো কিছু না। অথচ তাদের সম্পর্কে জানতে গেলে দেখা যায় তারা বিশাল অর্থ-সম্পদ এর মালিক কিন্তু তাদের বিশাল বাড়িতে বাবা -মার জন্য জায়গা নেই, তাদের দামী দামী ডিনার সেট এ বাবা -মার জন্য ভাত নেই ।
টাকা কামাই করে মক্কা মদিনায় যায় হজ্জ করতে, জান্নাত লাভ এর আশায় অথচ ঘরের জান্নাতকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে।
এরা শিক্ষিত,স্বশিক্ষিত আর হলো কোথায়?
আমাদের পাঠ্যপুস্তকে যথেষ্ট পরিমাণ মূল্যবোধ শেখার ব্যবস্তা আছে কিন্তু আমরা আর শিখছি কোথায়?
গড়গড় করে শিখছি আর পরীক্ষার খাতায় বমি করছি কাজ এর কাজ একটাই হচ্ছে ভালো মার্ক পাচ্ছি। এই কি তবে শিক্ষা লাভ এর উদ্দেশ্য।
পৃথিবীর বুকে যেনো একটাও বৃদ্ধাশ্রম না গড়ে উঠে। প্রতিটা সন্তান নিজ জান্নাতকে নিজ করে রাখে।একজন বাবা -মা ও যেনো কষ্টের দীর্ঘশ্বাস না ফেলে ।
বাবা-মা না থাকার যন্ত্রণা সেই কেবল বুঝবে যার উপর এই ছায়া নেই।আল্লাহ সকল বাবা-মা কে সুস্থ রাখুন।যারা নেই তাদের জান্নাতবাসী করুন।
সবশেষে এটাই বলবো আমি যত বড় হই না কেনো আম্মা তোমাকে আমার পিছে দৌঁড়েই ভাত খাওয়াতে হবে।
আমার যত টাকাই থাকুক না কেনো
আব্বা আমি আপনার মাথায় কলপ দিয়ে দেয়ার বাহানায় টাকা নিবো।
আমি যত মেনারই শিখি না কেনো আমি তোমার আঁচলেই মুখ মুছবো।
লুকিয়ে কাদঁতে যখন ব্যর্থ হবো তখন তোমার কোলেই চোখের পানি ফেলবো।
আমি যখন সব কিছুতে হেরে বা জিতে আসবো তখন তোমাদের মমতার আঁচলেই ঠাঁই নিবো।
লেখকঃ সারা কবির