ওয়াহেদুজ্জামান দিপু | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 91 বার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে বইছে নির্বাচনি আমেজ।এই আমেজ থেকে বাদ পড়েনি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের সাধারণ মানুষ।
এই ইউনিয়নে একাদিক ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছে, এর মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমানের নামও রয়েছে বেশ আলোচনায়।
লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগে’র সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান (ইউপি) প্রয়াত ফজলুর রহমানের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ খিলখেত থানা শাখা’র অন্যতম সদস্য আতিকুর রহমান কানন নিজেকে তার ইউনিয়নের মানুষের মাঝে তোলে ধরার লক্ষে আজ শনিবার বিকেলে তার নিজ গ্রাম বাড়িখলা থেকে একটি মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রা শেষে আতিকুর রহমান কানন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন দল যদি আমাকে মনোনয়ন দেই আর আমি নির্বাচনে বিজয়ী লাভ করি সকলের সহযোগীতা পেলে একটি আদর্শ, মডেল ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলব ইনশাআল্লাহ।