শেখ হাফিজুর রহমান | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 694 বার
তোমার পড়শী নবীনগর যখন উন্নয়নে ঠাসা, তুমি কেন নিরর্লজ্জের মত এত ভাসা, ছিঃ- কেন তোমার এত দুর্দশা ?হে মুরাদনগর তোমার বুকে কত যন্ত্রণা, কত আঘাতে ক্ষত বিক্ষত তুমি, তোমার উপর দিয়ে একবার যাতায়ত করলেই সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
হে মুরাদনগর বাহারী ডিজাইনের গেইট, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের জনপদ হিসাবে ইতিমধ্যেই তুমি দেশ সেরা।হে মুরাদনগর তোমার সবচেয়ে বড় গুণ, তুমি বেহায়াপনা-নির্লজ্জ হলেও আসলেই তুমি খুবই ধৈর্য্যশীল।কারন প্রতিদিন লক্ষাধিক মানুষ তোমাকে চৌদ্দগুষ্টি সহকারে গালি দিলেও তোমার গায়ে একটুও আচঁর পড়ে না।
হে মুরাদনগর তোমার বুকের উপর দিয়ে বয়ে যাওয়া ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর, কোম্পানীগন্জ থেকে গাজীরহাটের অতান্ত জন-গুরুত্বপূর্ণ রাস্তাটির নজীরবিহীন বেহাল দশার কারনে তোমার নামে ইতিমধ্যেই কলঙ্কের তিলক টানানো হয়ে গেছে ।
হে মুরাদনগর তুমি জনবান্ধব না হলেও তুমি সাহসী, তুমি শক্তিশালী, তুমি ভিষণ শক্তিশালী, কারন কোন লেখক,সাংবাদিক, কবি, সাহিত্যিক কেউ তোমার বিরুদ্ধে কলম ধরে না।হে মুরাদনগর তোমার বুকে শত শত জ্ঞানী, গুণী রাজনীতিবীদের জন্ম। অসংখ্য অসংখ্য বিলবোর্ড, ব্যানার, ফেষ্টুন, বাহারী গেইট বারবার আমাদের সেই সাক্ষ্যই দিয়ে যাচ্ছে ।
তাছাড়া আজ নিজ চোখেও দেখে আসলাম, বাঙ্গরা থানা ও মুরাদনগর থানা ছাত্রলীগের দুটি পৃথক সম্মেলনে হাজার হাজার সহযোদ্ধার শ্লোগানে মুখরিত জয় বাংলার জয়ধ্বনী আর মাননীয় সাংসদের হাস্যকর তৈলমর্দনের গুণকির্তন-
টিকাঃ-
যে রাজনীতি মানুষের কল্যান বয়ে আনে না, যে রাজনীতিবিদদের চোখে মানুষের বিরামহীন দুর্ভোগ চোখে পড়ে না, যে রাজনীতির জন্য মানুষ চৌদ্দগুষ্টি সহকারে গালি দেয়, সেই রাজনীতি/রাজনীতিবিদদের আমি ঘৃণা_করি_ঘৃণা_করি_ঘৃণা_করি ——?
শেখ হাফিজুর রহমান
সহ-সভাপতি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ
নবীনগর উপজেলা শাখা।