নিউজ ডেস্ক | রবিবার, ০১ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 673 বার
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আহাম্মদপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ফ্রী ব্লাড ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মানব সেবাই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফ্রী ব্লাড ক্যাম্পিং ও মাক্স বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।
আজ রবিবার(১/১০)দিনব্যাপী আহাম্মদপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেন ক্যাম্পাসে এই কর্মসূচি সম্পন্ন হয়। এছাড়াও দেশে এখনো করোনার প্রাদুর্ভাব থাকায় গ্রামের সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সংগঠনটির উদ্যোগে মাস্ক ও খাবার সেলাইন বিতরণ করা হয়।
সংগঠনটি’র এই উদ্যোগে ভূয়শী প্রশংসা করেন গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আগামী দিনে আহাম্মদপুর গ্রামের যে কোন ভাল কাজে পাশে থাকবেন বলে আশ্বাস দেন আহাম্মদপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের স্বপ্ন দ্রষ্টারা।