নিউজ ডেস্ক | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 129 বার
ফাইল ছবি
নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে নদীতে জেগে উঠা চরের দখল নিতে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সংঘর্ষের আশংকা দেখা দেয়। পরে প্রশাসনের নজরদারিতে পরিস্থিতি সামাল দেয়া হয়।
জানা গেছে, নবীনগর উপজেলার রসুলপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমিনপুরের দুদল লোক জেগে উঠা চর দখল নিতে মরিয়া হয়ে উঠে। এনিয়ে উভয় পক্ষের লোকজন মারমুখী অবস্থানের খবর পেয়ে উদ্ভুত পরস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একরামুল ছিদ্দিক ও ওসি আমিনুর রশিদ।
পরে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে সরকারী খাসকৃত জেগে উঠা চর দখল নিবেনা মর্মে লিখিত মুচলেকা দিয়ে পরিস্থিতি শান্ত করে।