মোঃ মনির হোসেন | শনিবার, ২১ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 375 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গবাদিপশুর মৃত্যু ও একটি মোটরসাইকেল ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক উত্তর পারার সফিক মিয়ার বসত ঘরে শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শফিক মিয়া জানান, আগুন কি অনাকাঙ্ক্ষিত কোন কারণে লেগেছে নাকি কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে সে জানেনা। রাতে আনুমানিক ১২টার দিকে মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে।
সবার চেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে অগ্নিকাণ্ডে তার পালিত ২টি গবাদিপশু, একটি মোটরসাইকেল ও ঘরে রাখা অন্যান্য মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এই ব্যাপারে নবীনগর থানা’র ওসি তদন্ত রুহুল আমিন জানান এই ব্যাপারে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি গঠনার খবর পেয়ে পুলিশ গঠনাস্থল পরিদর্শন করেছে।ফায়ার সার্ভিসের লোকজন গঠনা স্থলে গিয়েছে তারা আগুন লাগার কারন খতিয়ে দেখছেন।