মো.মনির হোসেন | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 222 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দাশকান্দি গ্রামে মেঘনা নদীতে অজ্ঞাতনাম এক মহিলা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহসপতিবার(০৩/১২)পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে । বোরখা পরিহিতা এই মহিলার আনুমানিক বয়স ৪৫। লাশের গায়ে কোন আঘাতে চিহৃ নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ জানায়,সকালে দাসকান্দি গ্রামের মেঘনার পারে লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। লাশ একদম তরতাজা গায়ে কোন ধরনের আঘাতের চিহৃ নেই। ধারনা করা হচ্ছে, হয়ত এটি নৌ-দুর্ঘটনা নতুবা শ্বাসরোদ্ধ করে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন বলেন,লাশের কোন পরিচয় পাওয়া যায়নি, ময়না তদন্তের জন্য জেলা মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্য না কোন দুর্ঘটনা