মো.মনির হোসেন | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 147 বার
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নবীনগর উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন বালু উত্তোলনের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার দুপুরে উপজেলার শ্যাগ্রাম ইউনিয়নের খাগাতুয়া সড়কের পাশে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে মোঃ নজরুল ইসলাম খোকন, সোহাগ মিয়া ও দিপু গং নামের বালু ব্যবসায়ীদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় দুইটি মামলায় একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের তত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।