মো.সেলিম রেজা- | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | পড়া হয়েছে 224 বার
নবীনগরে ইয়াবা সহ গ্রেফতার-১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উপ-পরিদর্শক(এসআই)রনি রানা সোরে নেতৃত্বে,সংগীয় ফোর্সের সহায়তায় সোমবার(২৩/০৯)ইয়াবা বড়ি সহ ১ মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ঐ মাদক বিক্রেতা উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মোসলেম মিয়া(দফাদার)এর ছেলে মিঠু মিয়া ওরফে মালি।
নবীনগর থানার এসআই রনি রানা সোরে জানান,শ্যামগ্রাম ইউনিয়ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা বড়ি সহ মিঠু মিয়া কে গ্রেফতার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)রনোজিত রায় সাংবাদিকদের জানান,উপরোক্ত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার(২৪/০৯)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।