নিউজ ডেস্ক | বুধবার, ১৭ মার্চ ২০২১ | পড়া হয়েছে 490 বার
নবীনগর ৭১ডটকম
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দিনে দুপুরে থানা গেইট সম্মুখ স্থানে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ী মোখলেছ মিয়া(৫৫)কে দ্রুত কুমিল্লা সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
বুধবার (১৭/০৩)বিকেলে উপজেলা পৌরসদর বাজারে থানা গেইট সম্মুখ পৌরসভা কার্যালয় সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ ঘাতক কামাল (৩৫)কে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পৌরসদর নারায়নপুর গ্রামের পাশ্ববর্তী সীমানার হাবিবুর রহমান ও মোখলেছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ।
তারই জের ধরে হাবিবুর রহমানের ছেলে কামাল ওই স্থানে মোখলেছ মিয়াকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় । এলোপাতারি ছুরিকাঘাতে তাকে রক্তাক্ত জখম করে।