নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 387 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় মালবাহী ভ্যানের সাথে সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের চারপারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু এবং বাবুল মিয়ার ছেলে কাউছার।
গুরুতর আহত অবস্থায় ৩জন মটর সাইকেল আরোহীকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশরাত ফারখান্দা জেবিন একজনকে মৃত ঘোষনা করেন এবং বাকি দুজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেলে প্রেরণ করেন।