নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 176 বার
ছবি ৭১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদর বড় বাজার, কাঁচা বাজার, মাছ বাজার ও ডাকবাংলো রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসাইন।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন নবীনগর থানা পুলিশ ।
বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য ও পণ্যের ওজন ঠিক আছে কিনা এবং পণ্যের মেয়াদ আছে কিনা যাচাই করা হয়। মোবাইল কোর্ট চলাকালীন ৬ টি মামলায় ৬ জনকে ৪ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি বলেন অসাধু ব্যবসায়ী এবং যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেন এবং ওজনে কম দেন তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।