ওয়াহেদুজ্জামান দিপু | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 366 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন কসবা উপজেলার ধজনগর গ্রামের সামসু মিয়ার ছেলে মোঃ আকরাম হোসেন (২৭) ও গোপীনাথপুর বংশী পাড়া গ্রামের মোঃ শাহজাহান আলী’র ছেলে শাহ আলম (২৮)।
গতকাল মঙ্গলবার সকালে নবীনগর থানার এ এস আই আশ্রাফ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের টানচাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এই ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।