মো.মনির হোসেন | শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 197 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের প্রাচীন ব্যক্তিত্ব বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আলোকবর্তিকা মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর মহেশচন্দ্র ভাট্টাচার্য্য এর স্মরণে এই প্রথম তার নিজ গ্রামে তার নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে “বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য বিদ্যাপিঠটি(কলেজ)” শনিবার(১৪/১১) উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এলাকার সমাজসেবক কলেজ প্রতিষ্ঠাতা মো: মুনতাসির মহিউদ্দিন অপু’র সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ আ’লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল, আ’লীগ সেক্রেটারী এম এ হালিম,উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন নসু,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,আ’লীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার দেব,জহির উদ্দিন চৌধুরী শাহান,মো. জসিম উদ্দিন,চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম।