মোঃ মনির হোসেন | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 213 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর সভা’র ভোলাচং ‘ঠাকুর বাড়ি’ খ্যাত স্কুল শিক্ষক মানিক চক্রবর্তীর বাড়ি’র মন্দিরে বুধবার রাতে চুরি হয়েছে বলে জানা যায়। মন্দিরের তালা ভেঙ্গে গণেশ মূর্তি সহ ৮টি পিতলের মূর্তি নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা। লাউর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক চক্রবর্তী জানান আজ ভোরে বাড়িতে থাকা ২০০ বছরের প্রাচীন মন্দিরের দরজা খোলা দেখতে পায় বাড়ীর লোকজন।
পরে মন্দিরে গিয়ে মন্দিরের গণেশ মূর্তি, নারায়ণ মুর্তি ও শীলা সহ ৮টি পিতলের বিগ্রহ এবং মন্দিরের অন্যান্য জিনিষপত্র মন্দিরে পাওয়া যাচ্ছেনা। তিনি আরো জানান চোরের দল মন্দিরের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে । ঘঠনার সংবাদ পেয়ে জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও নবীনগর পৌরসভা’র মেয়র এডভোকেট শিব সংকর দাস ও স্থানীয় কাউন্সিলর জসীম উদ্দিন ঘঠনা স্থল পরিদর্শন করেন। মেয়র এডভোকেট শিব সংকর দাস জানান প্রয়াত মন্তোষ চক্রবর্তির বাড়ির প্রাচীন মন্দিরের তালা ভেঙে এ ধরণের দুঃসাহসিক গঠনা যা খুবই উদ্বেগজনক। গঠনাটি পুলিশকে জানানো হয়েছে ।
নবীনগর থানার ওসি তদন্ত রুহুল আমিন জানান এই ঘঠনায় থানায় অজ্ঞাত নামা আস্বামী করে একটি মামলা হয়েছে , আস্বামী গ্রেফতার সহ চুরির মাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে ।