নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ নভেম্বর ২০২১ | পড়া হয়েছে 224 বার
ছবি ৭১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি সেবাকে জনগণের নিকট আরো সহজতর ও জনবান্ধব করার জন্য উপজেলা ভূমি অফিসে বিভিন্ন সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে বিভিন্ন সেবা কেন্দ্র উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক।
সেবা কেন্দ্রসমূহ হলো, ‘ভূমি সেবা কেন্দ্র’, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র ‘অবসর’ মহিলা সেবা গ্রহীতাদের রিফ্রেশ রুম ‘অঙ্গনা’, সাধারণ সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধে ‘সিটিজেন বেল’, উপজেলা ভূমি অফিস উদ্যান এবং ‘ডরমেটরি সংস্কার ও মেরামত’।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, আশরাফুল আলম জনি, সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, মানুষ যেন ভোগান্তির শিকার না হতে হয় তাই ভূমি সেবা কেন্দ্রসমূহ চালু করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, সাধারণ মানুষ যেন ভূমি সেবা হাতের মুঠোয় পায়, সেই লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর।