মোঃ কাউছার আলম | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 499 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
রবিবার উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগ পেয়ে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতা আল আমিন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পঁচা মাংস জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। এ সময় উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুতে ফেলা হয়।