মো.মনির হোসেন | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 96 বার
ছবিঃ নবীনগর ৭১
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের নাটঘর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার বিকেলে নাটঘর ইউনিয়ন ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ।
নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হক কালাচানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদকমুক্ত নবীনগর সংগঠনের সভাপতি মোঃ আবু কাওসার।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
ক্রীড়া বিষয়ক সম্পাদক মুমিনুল হক রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য নোয়াব মোল্লা,শিবপুর পুলিশ ফাড়ির এ এস আই আবু সাঈদ,মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সহ সভাপতি রবিউল আলম রুবেল,সাংবাদিক হেদায়েতুল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু, মোঃ ওয়াসিম,সাইফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক তাহসিন ভুইয়া
রোম্মান,সন্মানীত সদস্য এনামুল হক সরকার,মনিরুল ইসলাম কালন মাষ্টার, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ইমন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, বিদ্যাকুট ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম রুমি, শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি ফারুকুল ইসলাম বিল্লাল মাষ্টার, সাধারণ সম্পাদক খাইরুল এনাম,সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম সজিব,নাটঘর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান।
মাদকমুক্ত নবীনগর চাই নাটঘর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী ২ বছরের জন্য কুড়িঘরের জিল্লুর চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমানকে সভাপতি, সাংবাদিক মুমিনুল হক রুবেলকে সাধারণ সম্পাদক ও নাঈমুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে আংশিক কমিটি ঘোষনা করেন।
মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার। এসময় তিনি বলেন নবীনগরের অভিভাবক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদক কারবারি এবং মাদকাসক্তদের কোনো ছাড় নয়, বর্তমান যুবসমাজ মাদক মুক্ত রাখার জন্য সচেতনতামূলক লিফলেট, বিভিন্ন খেলাধুলা সহ সকল কিছু মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সংগঠনের সম্মেলনের পর সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।