স্টাফ রিপোর্টার: | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 127 বার
ছবি ৭১
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে নবীনগর সরকারী স্কুল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।
মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারন সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান, নবীনগর উপজেলা ইস্কনের সাধারন সম্পাদক প্রান কৃষ্ণ দাশ,সাপ্তাহিক মলয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি,
প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে’র সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ,ইব্রাহীম পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন,নবীনগর থানা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন,মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের পৌর কমিটির সভাপতি আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা নবীনগরে বর্তমানের ন্যায় আগামী দিনে নবীনগর এমনি ভাবে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে সবাই কাধে কাধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলবে সেই প্রত্যাশা করেন।