ওয়াহেদুজ্জামান দিপু | শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 633 বার
ছবিঃ ওয়াহেদুজ্জামান দিপু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মনিপুর তোতা মিয়া তালিমুল কুরআন মাদ্রাসা এতিমখানা ভবন নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে। শনিবার(০৭/১০)বিকেলে এ উপলক্ষে মনিপুর বালু মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান শাইখুল হাদিস এর সভাপতিত্বে ও সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, আল্লামা মুফতি মোবারক উল্লাহ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষা ছাড়া কল্যানময় রাস্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া মোতাজাত করা হয়।