ওয়াহেদুজ্জামান দিপু | সোমবার, ১৫ মার্চ ২০২১ | পড়া হয়েছে 579 বার
ছবিঃ৭১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে (১৫/৩) রোজ সোমবার সাতমোড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুদ রানার গ্রেফতারে প্রতিবাদে জিনোদপুর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বাঙ্গরা বাজার পরিচালনা কমিটি’র সভাপতি রবিউল আউয়াল রবি’র নেতৃত্ব বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে।
নবীনগর উপজেলা আওয়ামীলীগের তিন বারের সাধারণ সম্পাদক এমএ আব্দুল হালিমের ছোট ভাই সাতমোড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুদ রানাকে হত্যা মামলায় আসামী করে গ্রেফতারের কারনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে উপস্থিত জনতা চেয়ারম্যান মাসুদ রানা’র গ্রেফতারের প্রতিবাদে স্লোগান দিতে থাকে।
এ সময় রবিউল আউয়াল রবি সাংবাদিকদের জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটি আওয়ামী পরিবারকে হেয় করা, সম্মানহানী করা ও দুর্নাম রটানোর জন্য মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা দ্রুত মাসুদ রানা ভাইয়ের মুক্তি চাই। মাসুদ রানা ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত রাস্তা পথে থাকবো, ইনশাল্লাহ।