নিউজ ডেস্ক | বুধবার, ০৪ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 450 বার
ফাইল ছবি
নবীনগর উপজেলার পৌর সদর নারায়ণপুর গ্রামের দখল করে রাখা সরকারি খাল উদ্ধারে অর্ধশত লোকের স্বাক্ষর সংবলিত একটি আবেদন সংশ্নিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার একালাবাসীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
উপজেলার নারায়ণপুর মৌজার নারায়ণ ডাক্তার মন্দির থেকে কনিকাড়া বিল পর্যন্ত খালটি এলাকার প্রভাবশালী মানিক মিয়া ও তার লোকজন বালু দিয়ে ভরাট করে দখল করে রেখেছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্নিষ্ট দপ্তরে এলাকার অর্ধশত মানুষ স্বাক্ষর করে লিখিত অভিযোগ দিয়েছেন।
খাল দখলের অভিযোগ অস্বীকার করে মো. মানিক মিয়া বলেন, আমিন দিয়ে জায়গাটি মাপা হয়েছিল। তখন সঠিক পিলার থেকে মাপ নেওয়া হয়নি। তাই জায়গাটি আবার পৌরসভার আমিন দিয়ে মাপা হবে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।