নিউজ ডেস্ক | বুধবার, ১৬ জুন ২০২১ | পড়া হয়েছে 363 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট(এনএটিপি-২) প্রজেক্ট ঈ’মপ্লিমেন্টশন ইউনিট (পিআইইউ) প্রাণি সম্পদ অঙ্গ এর আওতায় সিআইজি ও ননসিআইজি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে রমজান মোল্লা মসজিদ সংলগ্ন মাঠে নবীনগর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে সিআইজি ও ননসিআইজি’র খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খামারি সমাবেশে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার শামিম আহমেদ,প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাক্তার ইভা সাহা,উপসহকারী প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ ঈমান আলি, স্থানীয় প্রাণি সম্পদ প্রতিনিধি মাহমুদুল হক বশির।
খামারি সমাবেশে গ্রামিণ পর্যায়ের সাধারণ খামারিদের উন্নত প্রযুক্তিতে কিভাবে খামারে গরু লালন পালন করা হয় সেই ব্যাপারে প্রাথমিক ধারনা দেয়া হয় এবং খামারিদের কিভাবে সরকারি সহায়তার আওতাভুক্ত করা যায় সেই ব্যাপারে সমন্নিত পর্যালোচনা করা হয়।
প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত খামারিদের মাঝে ভাতা ও খাবার বিতরণ করা হয়।