নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ নভেম্বর ২০২১ | পড়া হয়েছে 343 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে শনিবার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নবীনগর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশাররফ হোসেন।
মোবাইল কোর্টে ২২ টি মামলায় ২২ জন প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অপরাধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা,২০১৬ এর ৩১(১) বিধি অনুসারে সর্বমোট দুই লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
এছাড়াও সড়ক পরিবহন আইনে জরিমানাসহ অবৈধ মোটর সাইকেল জব্দ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তার জন্য আরো বড় আকারে অভিযান পরিচালনা করা হবে বলে জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.একরামুল ছিদ্দিক।