ওয়াহেদুজ্জামান দিপু | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 288 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে বৃহস্পতিবার (১৯
নভেম্বর) রাতে ২০০ বছরের পুরনো মূর্তি চুরির ২৪ ঘণ্টার মধ্যেই তা উদ্ধার
করেছে নবীনগর থানা পুলিশ।
এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর
দুই দফায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ভোলাচং এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে নাছির (২২) মৃত আব্দুল
মালেকের ছেলে রহিছ মিয়া (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২২),
জামিল মিয়ার ছেলে রিদয় (১৫) ও নারায়ণপুরের মৃত নূর মিয়ার ছেলে জসিম
উদ্দিন(৩৫) কে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নিকট হতে
পুলিশ চুরি হওয়া আটটি পিতলের মূর্তিসহ সব মালামাল উদ্ধার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন, পুলিশ চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মালামাল সহ দুই দফায় ৫ জনকে
গ্রেপ্তার করেছেন। নবীনগরে বিভিন্ন সময়ে একাধিক ঘটনায় এই চক্র জড়িত আছে কিনা সে বিষয়ে
রিমান্ড আবেদন করা হবে।