মোঃখলিলুর রহমান | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 62 বার
ছবি ৭১
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলে ১৮ অক্টোবর সকালে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি) মোশারফ হোসাইন, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম,নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আবু কাউসার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, প্রভাষক আমজাদ হোসেন সরকারি কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বক্তারা শেখ রাসেলের উপর তথ্যমূলক স্মৃতিচারণ করেন। এদিকে নবীনগর পৌরসভার উদ্যোগে নবীনগর পৌরসভায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর মেয়র শিব শংকর দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ, জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্যানেল মেয়র গনি চান মকসুদ, মডেল প্রেস কক্লাব সভাপতি আবু কাউসার, আওয়ামী লীগ নেতা নুর আলম, দৈনিক মাতভূমি পত্রিকার জেলা প্রতিনিধি খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরুজ্জামান, সাংবাদিক প্রভাষক আমজাদ হোসেন, সাংবাদিক খাইরুল হাসান নবীনগর পৌরসভার সচিব পৌরসভার সচিবসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে নবীনগর এস আর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মকবুল হোসাইন এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে সকলের মধ্যে তবারক বিতরনের আয়োজন করা হয়।