নিউজ ডেস্ক | সোমবার, ০২ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 490 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করলেন পুলিশ পরিদর্শক আমিনূর রশিদ।
রোববার রাতে তিনি থানায় যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্রে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তিনি নবীনগর থানার বিদায়ী ওসি প্রভাষ চন্দ্র ধরের স্থলাভিষিক্ত হলেন।
গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের এক চিঠির প্রেক্ষিতে সম্মতিক্রমে পুলিশ সদর দফতরের আদেশে নবীনগর থানার যোগদানের মাত্র ৭৯দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলী করা হয়ে।
প্রভাষ চন্দ্র ধর বদলী হলে দীর্ঘ ৩৫ দিন পর অবশেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিলেন পুলিশ পরিদর্শক আমিনুর রশিদ।
আমিনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।