ওয়াহেদুজ্জামান দিপু | শনিবার, ২৭ মার্চ ২০২১ | পড়া হয়েছে 316 বার
ছবিঃ নবীনগর ৭১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নবীনগর প্রেসক্লাব শুক্রবার(২৬/০৩) যথাযোগ্য মর্যাদায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন ও প্রেসক্লাব কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, অফিসার ইনচার্জ আমিনুর রশিদ,দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,আ’লীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী,সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, সদস্য মো. নজরুল ইসলাম,সফিকুল ইসলাম বাদল, মিঠু সুত্রধর পলাশ প্রমুখ।