ওয়াহেদুজ্জামান দিপু | শনিবার, ২১ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 215 বার
ছবিঃ নবীনগর ৭১
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবীনগর প্রেস ক্লাবে’র ৩৫ বর্ষে প্রদার্পণ উপলক্ষে ”মফস্বল সাংবাদিকতাঃ আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা আজ শনিবার (২১/১১) সকালে নবীনগর উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবীনগর প্রেস ক্লাবে’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলে’র সঞ্চালনায় নবীনগর প্রেস ক্লাবে’র সভাপতি মাহাবুব আলম লিটনে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি ছিলেন,মেয়র এড. শিব শঙ্কর দাস, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ সদস্য নূরুন্নাহার বেগম, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,অফিসার ইনচার্জ আমিনুর রশিদ,সমাজসেবক ডাঃ ফুল মিয়া,ডাঃ মোহাম্মদ সাদেক মিয়া,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও দৈনিক যায় যায় কাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলামিনুল হক আলামিন,বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু,জাসদ সভাপতি শফিকুল ইসলাম, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিয়াজুল হক কাজল, যুবলীগ সভাপতি সামস্ আলম,বিআরডিভি’র চেয়ারম্যান আশরাফুল ইসলাম জনি।
বক্তব্য রাখেন, মলয়ার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি,সাংবাদিক জালাল উদ্দিন মনির,কাউছার আলম প্রমূখ,“মফস্বল সাংবাদিকতা: আমাদের প্রত্যাশা ”শীর্ষক আলোচনার মুল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার।