নিউজ ডেস্ক | সোমবার, ১০ মে ২০২১ | পড়া হয়েছে 645 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চলে আজ অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষকের ধানের জমি কেটে মাটি উত্তোলন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হাসান।
অভিযানে শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের জনৈক মোঃ আবেদ মিয়া, পিতা- দারু মিয়া, সাং- ইসলামপুর কে অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ টি মামলায় ১ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও অভিযুক্ত ব্যক্তি আজ থেকে ড্রেজার চালাবেন না মর্মে মুচলেকা দিয়েছেন এবং বিদ্যমান ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করে নিবেন বলে অঙ্গিকার করেছেন।
অন্য একটি মামলায় শিবপুরের ধনাশি গ্রামের জনৈক মোঃ ইমরাম ভূইয়া, পিতা- মমিনুর রহমান নামক এক অভিযুক্ত কে ১ টি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ০২ লক্ষ টাকা অর্থদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আসামি ইমরান অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি বলেন অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।