নিউজ ডেস্ক | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 241 বার
মেঘনার ভাঙনে নিঃস্ব মানুষগুলোর অবশেষে ঠাই মিললো আশ্রয়ন প্রকল্পে। এই শীতে শীতবস্ত্র কেনাতো দূরের কথা তীব্র শীত নিবাড়নের জন্য নেই কোনো ব্যবস্থা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ছাবাছপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত হতদরিদ্র জনিগোষ্ঠীর যখন এ অবস্থা ঠিক তখনই পুনর্বাসিত সব গুলো পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার,গৃহহীন থাকবে না আর এই স্লোগানে নির্মিত হচ্ছে আশ্রয়কেন্দ্র।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাওয়া কম্বল নিয়ে (২১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের কাছে হাজির হন।
এসময় প্রতিটি মানুষের বাস্তব অবস্থা প্রত্যক্ষ করে তাদের গায়ে জড়িয়ে দিলেন শীতের সম্বল ‘কম্বল’।
জানা গেছে, গত কয়েক দিন ধরে নবীনগরে তীব্র শীত পড়ছে। এতে নদীভাঙনে সহায়-সম্বল হারানো পরিবারের সদস্যসহ হতদরিদ্র জনগোষ্ঠী শীতবস্ত্রের অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, মেঘনা উপকূলীয় অনগ্রসর এ উপজেলার বিভিন্ন এলাকায় এ রকম অনেক গরীব-অসহায় রয়েছেন যারা শীতবস্ত্রের অভাবে তীব্র শীতের সময় খুব কষ্টে দিন কাটান। সরেজমিন গেলে তা ভালোভাবে প্রত্যক্ষ করা যায়। যে কারণে তিনি ওই উদ্যোগ নিয়েছেন। তবে এভাবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আরও কিছু কম্বল বিতরণ করা হবে বলেও তিনি জানান।