মো.মনির হোসেন | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 115 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি হাসপাতালে এই প্রথম নবীনগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শনিবার(২৩/১) দুপুরে স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এই সিজারিয়ান অপারেশনের উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরামুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকসহ আরো অনেকে। উদ্বোধনী দিনে সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থায় দুইজন গর্ভবতী মায়ের সিজারিয়ান সম্পন্ন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।