নিউজ ডেস্ক | শনিবার, ১৩ মার্চ ২০২১ | পড়া হয়েছে 303 বার
নবীনগরে পরিবেশ দূষণের দায়ে ৮টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করা করা হয়েছে। ইটভাটাগুলো হলো- রনি ব্রিকস, তাহের ব্রিকস, এম বি কোম্পানি, জনতা ব্রিকস, এনটিবিসি ব্রিকস, ঢাকা ব্রিকস, যমুনা ব্রিকস ও এ হাবিব ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আমিন গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালান।