স্টাফ রিপোর্টার: | শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ | পড়া হয়েছে 156 বার
ছবি ৭১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের জনগনের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাজী কবির আহমেদের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বীরগাঁও ইউনিয়নের গাছতলা আশ্রয়ণ প্রকল্প মাঠে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এই নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।
প্রচারনার শেষ দিনে নির্বাচনী পথ সভা জনসভায় পরিনত হয়। বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঘোড়া প্রতীকের সমর্থনে একাধিক মিছিল নিয়ে পথ সভায় যোগ দেন হাজী কবির আহমেদের কর্মী সমর্থকরা। নির্বাচনী পথসভায় মোহাম্মদ আলাল আহমেদের সঞ্চালনায় হাজী দানেছ মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাজী মোহাম্মদ কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক কবির মাস্টার,রাকিবুল ইসলাম, প্রবীণ আওয়ামীলীগ নেতা সামসু মিয়া, বিল্লাল হোসেন, মানিক মিয়া, শাহিন মিয়া, নছর মিয়া, হুমায়ুন মেম্বার, রতন মিয়া, মোহছেন মিয়া, ডাঃজাকির হোসেন, সাদেক মিয়া, শফিক মিয়া,খাজা , তাজুল ইসলাম, সাত্তার মিয়া, দানেছ সর্দার, মাহাবুব মিয়া, মোশাররফ হোসেন, বীরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাক্তার কবির আহমেদ, সাধারণ সম্পাদক হযরত আলী, শাহিন মিয়া, হেলাল মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি শিজিল মিয়া, খাজা খাইরুদ্দিন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পথ সভায় সকল বক্তারা, ঘোড়া প্রতীকে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী কবির আহমেদের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানান।