ওয়াহেদুজ্জামান দিপু | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 466 বার
ছবিঃ নবীনগর ৭১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঢাকাস্থ লাউরফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের উদ্যোগে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে গায়ের চাদর বিতরণ করা হয়েছে।শুক্রবার ও শনিবার ওই ৩০০ মানুষের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেন সংগঠনটির সভাপতি সহ কার্যনিবাহী কমিটির সদস্যরা।
করোনাকালীন সময়ে কোনপ্রকার গণজামায়েত না করে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন জুয়েল। বন্ধনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানান, সমাজের সকল বিত্তবানরা যদি একটু একটু করে তার পাশে থাকা অসহায় মানুষটিকে সহযোগিতা করতে শুরু করেন তাহলে এই দেশের প্রতিটি মানুষের মুখেই হাসি ফুটে উঠবে।
ভবিষ্যতেও ঢাকাস্থ লাউরফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।