ওয়াহেদুজ্জামান দিপু | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 688 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী দেশের জনপ্রিয় টিভি চ্যানেল যমুনা টেলিভিশনে’র সিনিয়র রিপোর্টার শরিফুল ইসলাম খানের সাথে শনিবার বিকেলে উপজেলার বীরগাঁও গ্রামে নবগঠিত নবীনগর উপজেলা,পৌর ও সরকারী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ,সিনিয়র যুগ্ম আহবায়ক আমির হামজা হীরা,যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম হৃদয়,মুজাম্মেল খান, জুবাইদ আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়,সদস্য আহসান হাবিব, পৌর ছাত্রদলের আহবায়ক আবু হানিফ শুভ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাজেদুল করিম,সাকিল আহমেদ,তাইফুর হক শুভ, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক গোলাম ছামদানী হৃদয় সদস্য সচিব সজিব মিয়া(সাদ ইসলাম) ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী,সাবেক সিনিয়র সহ-সভাপতি বায়েজীদ বাবু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল প্রমুখ ।