মো.মনির হোসেন | রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 528 বার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির কার্যনির্বাহী কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ৩ জনকে রাখা হয়েছে। সহ-সম্পাদক পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের আলামিনুল হক আলামিন,
আলামিনুল হক আলামিন
কার্য নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা’র বীরগাও ইউনিয়নের তিলোকিয়া গ্রামের এইচ এম আলামিন,
এইচ এম আলামিন
কার্য নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সাবেক সহ-সম্পাদক উপজেলার নবীনগর সদর ইউনিয়নের শিরিন শিলাকে নির্বাচিত করা হয়েছেন।
শিরিন শিলা
আওয়ামী যুবলীগের কমিটিতে তাদেরকে বিভিন্ন পদে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্বাচিত প্রতিনিধিরা। ছাত্রজীবনে আলামিনুল হক আলামিন,এইচ এম আলামিন ও শিরিন শীলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রীয় ছিলেন।
নবীনগরের ৩ কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ন পদে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা জানান।