তৌফিকুর রহমান সুমন | শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 437 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লহরী শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে লহরী গ্রামে কবরস্থান সংলগ্ন রাস্তার সংস্কার করা হয়। এ রাস্তাটি ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপোযোগী হয়ে রয়েছে। রাস্তাটি দিয়ে লহরী গ্রামের পূর্ব এবং উত্তর পাড়ার লাশ কবরস্থানে নেয়া হয়।
রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে থাকায় লাশ নেওয়াতে সমস্যা হচ্ছিল। শনিবার (২৯/১০)সকালে শেখ রাসেল স্মৃতি সংসদের অর্থায়নে ও তত্ত্বাবধানে রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের পথ সুগম করা হয়।
উপস্থিত থেকে রাস্তাটি সংস্কার কাজে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তৌফিকুর রহমান মাস্টার, সাবেক সভাপতি সুমন আহমেদ মাস্টার, সাধারণ সম্পাদকঃ মোঃ শাহেদুল হক রুবেল, সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, মোঃ উজ্জল, যুগ্মসাধারণ সম্পাদক শরীফ কৌশিক, সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন, মেহেদি হাসান রুবেল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।